জ্যোৎস্নার স্নিগ্ধতা মেশে শহরের বিষের পেয়ালায়,
আবছা আলোর প্রতিফলন ঘটে নির্ঝঞ্ঝাট এই অবেলায়-
মৃতপাখির ন্যায় শান্ত আকাশে, দেখা যায় কোনও এক প্রাণ,
ঘৃণার মতো, সতেজ হয়েও বুকে যেন বিঁধে আছে দুর্বলতার বাণ।
অন্ধকারের ধ্বংসাবশেষ কি এখনও কিছু বলতে চায়?
এখনও কি নিজের কুন্ডলী ছেড়ে সে বেরিয়ে আসতে চায়?
অন্ধকার আসলে আলোরই অংশ, কষ্ট হলেও তো থাকবে সুখে-
এদের সঙ্গের গুরুত্ব অনেক , বেঁচে থাকুক তারা আমাদের বুকে।