কেউ কাউকে মানছে না
কেউ কারোর কথা শুনছে না
সবাই খালি বলে যাচ্ছে
সবাই খালি চীৎকার করছে বিরোধীতার জন্যে বিরোধীতা
সমর্থনের জন্যে সমর্থন …
রক্তাক্ত সংঘাত নিত্যদিনের খবর তাই আমোদ পাচ্ছে ধান্দাবাজরা
এই সূযোগে গুছিয়ে নেওয়া তারপর পাল্টি,
ক্যানেস্তারা বাজাচ্ছে মিডিয়া
আর বাতেলাবাজিতে ভরে যাচ্ছে চায়ের দোকানের আড্ডা