সাংসারিক সাঁতারের উদ্বৃত্ত ঘামের প্রশ্বাসপীঠে
আজও চরে বেড়ায় তোর নির্জন শরতগন্ধা মন ,
তুই কি জানিস্ !
চল্ , তোকে জ্বলন্ত যুদ্ধের ফাঁকে
আরণ্যক আশমানে আশাবরী জ্যোৎস্না দেখাবো ।
অখণ্ড ইতিহাসে অদিতি -গর্ভক্ষেত
দাম্ভিক সভ্যতার জন্ম মৃত্যু অনেক দেখেছে ।
বর্বর বমনের ঘর্ঘর মিথ্যা পতন পাতে
কতবার নুয়ে গেছে বৌদ্ধিক স্বপ্ন প্রাকার ।
তবুও সূর্যের সৌরবাগানের যত্নে
ধৈর্যশীল ক্লোরোফিলে নিরাময় প্রকৃতির ধূসর যন্ত্রণা ।
সিন্ধু নীল টাইগ্রিস মেকং ভল্গাদের ক্রান্ত কলকল
— যান্ত্রিক মগজের মৌল -ফণাঘাতে
রক্তপায়ী পরাজয়ে ডুবে যাওয়া শেষ কথা নয় ।
চল্ , তোকে পারাবত চুম্বনে প্রশান্ত পতাকার
উন্মুক্ত চঞ্চু সঙ্গীত শোনাবো ।
শুধু তুই সহমত হলে ,
সর্বজনীন সুখে নীলকন্ঠ পাখির পল্লবে
আশাবাদী পঙক্তির খোঁজ করে যাবো ।