এই যে পৃথিবী,এর ভিতরেই আছে
আরও একটি পৃথিবী যার দৃশ্যমানতা নেই
এমন কি ভৌগলিক মানচিত্রও নেই
অথচ আলো হাওয়া মাটি জল আছে
ও জীবনও আছে এমন কি দিন-রাত্রি
জন্ম-মৃত্যু,সত্যি-মিথ্যে,হাসি-কান্না আছে
সুখ-দুঃখ সব আছে আর আছে পবিত্র
প্রেম-প্রীতি-স্নেহ-ভালোবাসা
জীবন এখানে কোন স্পর্শ-কাতর বিষয়
নয়,বস্তুরও নয়,হিংসা-প্রতিহিংসারও নয়
কিম্বা কোন বিস্ময়ের নয়,রহস্যেরও নয়
জীবন এখানে জীবনই,অনিত্য ও অনন্ত
নদীর স্রোতধারার মতো প্রবহমান
প্রকৃতির মতো সবুজের পথের হাতছানি
জীবন এখানে সমস্ত রকম অবরুদ্ধতার
মুখোমুখি এসে নির্ভিক দাঁড়ায় আর
গড়ে তোলে নতুন নতুন নির্মাণ
তারপর যুদ্ধ যাপন করতে করতেই
উপভোগ করতে থাকে জীবনের সব প্রবণতা
এখানে এভাবেই সমস্ত শূন্যতা পেরোনোর
হাসি ও হাততালির ভিতর শুধু স্বপ্ন আকুলতা
আর প্রত্যাশার প্রত্যয় ও বিশ্বাস চারপাশে
এখানে শুধুই চেনা- অচেনা প্রিয় মানুষের
উপচে পড়া ভিড়ের মধ্যেও সমস্ত
শূন্যতাকে আনন্দে ভরিয়ে দিতে সবাই
সহজেই গেয়ে ওঠতে পারে জীবনের গান
যাকে ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে
এই আর এক পৃথিবীর অন্য এক জীবন ।