আমি সেই ভয়ানক কবি
কবিতায় এঁকে রাখি সাধু সন্ন্যাসী আর দুর্নীতিবাজদের ছবি
আমার হাতে নেই পিস্তল,নেই বোমা-বন্দুক,নেই গুলি
কবিতা দিয়েই আমি করি তোলপাড়; উড়াই ওদের মাথার খুলি
কবিতা আমার সাম্যবাদের
আমার কবিতা চূড়ান্ত সমাধান ,চূড়ান্ত প্রতিবাদের
যারা খেয়েছে এবং খাচ্ছে,
যারা পেয়েছে এবং পাচ্ছে,আমার কলম কথা বলে তাদের
আমি কবি………….
আমি সকলের মুক্ত প্রকাশ
আমি স্বার্থহীন মুক্ত বাতাসের ছবি
কখনো আমি তরলের চেয়েও নরম
কখনো আমি কঠিনের চেয়েও গরম
কখনো আমি উত্তাল তুফানের চেয়েও ভয়ানক
কখনো আমি হঠাৎ আবিষ্কৃত প্রতিবাদ আচানক
আমি বিপথগামী পথিকের সাথে বন্ধুত্ব যাপন করি
কখনো আমি হই দুর্বৃত্তদের গলায় ফাঁসির দড়ি
স্বভাব আমায় বানিয়েছে কবি
নীতি আমায় বুঝিয়েছে সবই
আদর্শ আমায় করেছে সমাজ চেতনার অনুভবি
আমি অগ্নিযুগের অগ্নি ফনার দুরন্ত লেলিহান
যখন যেখানে যে পারে আমায় করতে চায় টুকরো, করতে চায় খানখান
তবুও বলবো প্রকাশ্যে আমি ….
মৃত্যু নেই ;মৃত্যু নেই ;মৃত্যু এই কবির
আমি চূড়ান্ত দুর্বার
আমি অসাধু; গুন্ডা; বদমাশ; বাটপারদের করি চুরমার
কলম আমার মুক্ত দিশার নিশান
এই কলমের হাত ধরেই আমি কবিতাতেই থাকি মহান
সাবধান হয়ে যাও বলছি, সাবধান……..
এসে গেছে কবি…. এসে গেছে…. প্রকট অন্যায়ের সমাধান
চারি পাশে পাপে জর্জরিত, দেখি ধ্বংসস্তূপের বাতাবরণ
বিষাক্ততার সমস্ত আবরণ;মুছে যাবে এখন
কবি সেতো কবিই থাকবে,খুঁজে যাবে তাহার কারণ।
পৃথিবীর কাছে ক্ষমা চেয়ে যাই যা কিছু পারিনি দিতে
অনিচ্ছাকৃতভাবে যা কিছু নিয়েছি চাই ফিরিয়ে দিতে
আমি মানব পূজায় হব শ্রেষ্ঠ ফুল কথা দিলাম তোমাদেরই
তোমাদের মায়ায় তোমাদের ছায়ায় আমি সেই আণুবীক্ষণিক কবি।