মন ফাগুনের হৃদঅঙ্গন
পলাশ রঙে রাঙিয়ে দিক
ফাগের রঙে ডুববো দুজন
প্রেমে মাতাল আজ চতুর্দিক।
ফাগুন হওয়ায় মনকে দোলায়
বসন্ত আজ খুব সেজেছে
ওই রঙেতে দুঃখ ভোলায়
পাহাড়চূড়াও দেখি আবির মেখেছে।
এই সকালে কোন খেয়ালে
তোমার দেওয়া রঙ মেখেছি
লজ্জ্যা গুলো শিখেয় তুলে
তোমার প্রেমেই ডুব দিয়েছি।।
লজ্জ্যাভূষণ ভূলুণ্ঠিত ,ঠমকে-ঠমকে চমকিত
মন কেড়েছে কালার মোহন বাঁশি
প্রিয়র স্পর্শে, আবিরে-আবিরে উচ্ছল, পুলকিত
অভিমানহীন এ মন বলে,ভালোবাসি শুধু ভালোবাসি।