আমাদের গ্ৰাম ফুলে ফলে ভরা,
সোনার ধানে পূর্ণ সদাই ধরা।
পাখপাখালির কূজন উষা কালে,
স্নিগ্ধ মধুর আবেশ ছড়ায় তালে।
নদীর ধারে বটের ছায়া মূলে,
বসে রাখাল বাঁশিতে সুর তুলে।
সন্ধ্যা হতেই গোঠে আসে ফিরে,
ধেণুর দলের সাথে হেঁটে ধীরে।
আমাদের গ্ৰাম ফুলে ফলে ভরা,
সোনার ধানে পূর্ণ সদাই ধরা।
পাখপাখালির কূজন উষা কালে,
স্নিগ্ধ মধুর আবেশ ছড়ায় তালে।
নদীর ধারে বটের ছায়া মূলে,
বসে রাখাল বাঁশিতে সুর তুলে।
সন্ধ্যা হতেই গোঠে আসে ফিরে,
ধেণুর দলের সাথে হেঁটে ধীরে।