আমাকে দেখে–
কোনদিন কারোর দয়া-মায়া হয়নি
আমাকে দেখে–
কোনদিন কারুর করুণা হয়নি
আমাকে দেখে–
কোনদিন কারুর সহমর্মিতা জাগেনি
আমাকে দেখে–
কোনদিন কারোর ভ্রাতৃত্ববোধ জাগেনি
আমাকে দেখে–
কোনদিন কারোর ক্ষমতার দম্ভ ভেঙে মমতা আসেনি
আমাকে দেখে–
কোনদিন কোন হোমরা চমরারা একটুও মাথা ঘামায় নি
আমার জীবন সম্পর্কে কেউ কোনদিন বিন্দুমাত্র ভাবেনি
আমার চিন্তা চেতনার ক্ষেত্রফলে দাঁড়িয়ে কেউ কোনদিন আমাকে মাপেনি
আমাকে দেখে–
কেউ কোনদিন একটুও নিজেকে শোধরাতে পারেনি
আমাকে দেখে–
হেসেছে অনেকেই; কেউ কখনো কাঁদে নি।