আমরা কৃষক ফলাই ফসল
কাদা জলে খাটি,
বারোমাস কাটাই মাঠে
বন্ধু মোদের মাটি।
সকাল হতে লাঙল নিয়ে
ফসল করি রোপণ,
মনের মতো ফলন হলে
পূরণ হয় স্বপন।
ঝঞ্ঝা বিঘ্ন মাথায় নিয়ে
যোগাই দেশের অন্ন,
তবু মোদের ন্যায্য দামে
বিকোয় নাতো পণ্য।
চাষি মোরা গরিব অতি
পাইনা তেমন সম্মান,
তবু আমরা শ্রম করে যাই
রাখি দেশের মান ।
শ্রমের মূল্য দেয়না সঠিক
অভাব চির সাথী,
অর্ধাহারে অনাহারে
কাটাই দিবস রাতি।