মন হয় ব্যাকুল যখন তখন ভালবেসে যে হল আপন,
ধরা দিয়েও দেয় না ধরা অশান্ত মন যেন দিশেহারা।
ভাবনারা দেয় মেলে ডানা সুরে গেয়ে ওঠে মনবীণা,
মন মানে না কেন জানি না।
দুঃখ গুলো জুড়ে জুড়ে গেঁথে ফেলো একটি করে।
আছে যে সে মনের ঘরে পরাও তাকে আপন করে।
না থাকলে মন একলা ঘরে এসো তবে কোথাও ঘুরে,
দাঁড়িয়ে থেকো পথের মোড়ে ঘরে ফিরো মন ভাল করে।
হোক না তবে পাশাপাশি বসা
মনে মনের কাছাকাছি আসা
দূরে থেকেই তোমায় ভালবাসা
ভড়ে মন অনেক নিয়ে আশা।
আছড়ে পড়ে ঢেউ এর পরে ঢেউ
ধাক্কা এসে লাগে মনের বালুচরে,
জানে না কি সে আর কেউ
বোঝে শুধু সে আপন ভাবে যারে।
ঢেউ এর পরে আছড়ে পরে ঢেউ
আপন ছাড়া আর বোঝে না কেউ।