এখন মনগুলো সব বিষিয়ে গেছে ,
সবাই সবাইকে ভাবছি প্রতিদন্দী ,
আকাশের চাঁদ লাফিয়ে লাফিয়ে বেড়ায় ।
আমার বুকের পাঁজরে পাঁজরে শুরু হয় যন্ত্রণা –
চাঁদ হাসে তাচ্ছিল্যে,
আমি কি আর নেই আমিতে ?
শহরের রাজপথ দিশাহীন ,ছন্নছাড়া ,
যে যখন পারছে চড়ে বসছে অপরের মাথায়
পাগলা কুকুর ছুটছে আপন খেয়ালে ।
নৈব্যক্তীক শুধু কানামাছি খেলা –
শতাব্দীর পর শতাব্দী …..,
চাঁদ লাফিয়ে লাফিয়ে উঠছে –
মাথায় ,সুউচ্চ অট্টালিকা কখনো মনুমেন্ট।
রক্ষক এখন ভক্ষক আয়েশে আরামে ।
শিশু ভোলানো গল্পের ঝুলি আমার মাথায়
পেটের খিদে পেটে চেপে হাসপাতাল যাই ,
মৃত্যুর সাথে পাঞ্জা লরি ,একা একা ।
মা ,বোন আর মা ,বোন নেই ,
দাড়িপাল্লায় মেপে মেপে দাম ওঠে –
টুকরো টুকরো জ্যোৎ্স্না ভেঙ্গে –
চাঁদের সৌন্দর্যে ঘেঁটে ঘেঁটে –
উত্তেজনা মেটায় শরীর চক্রের রসায়নে ।
আমার পাঁজরের সিঁড়িবেয়ে –
পায়ে পায়ে উঠে আসে বন্ধুত্বের ভালোবাসা ,
সাধের স্বপ্নরা ঘুমায় শ্মশানের চিতায় ,
রক্তচক্ষু শকুনেরা আগেই পৌঁছে গেছে সেখানে ।
আমার রক্তে তুলি ডুবিয়ে ছবি হয় ক্যানভাসে,
মুগ্ধ দর্শকে ভরে যায় আর্ট গ্যালারি,
নাম ,যশের প্লাবনে উড়ছে আধুনিক সভ্যতা ……।