ছদ্মবেশী মুখের দিকে পড়েছে তির্যক আলো,
সত্যের আয়নায় অবয়বে জমে আছে বিস্তর বিষাদ,
মৌনতার ধূসর প্রান্তর ভরেছে নিঃস্তব্ধ শূন্যতায়,
ছায়াতলে আশ্রয় নেয় কিছু পথহারা বুনোফুল।
অযত্নে বরাবরই অবহেলিত স্বল্প দৈর্ঘ্যের ইচ্ছেগুলো,
ভবঘুরে মাঝ দরিয়ায় খাবি খায় দিকভ্রান্ত ভাঙা মাস্তুল,
ছলাত ছলাত কালো জলে ভেসে উঠে মুখের আদল,
চেনা অচেনার সন্ধিক্ষণে কেঁপে উঠে ঢেউয়ের মুখোশ।
সত্যি লুকিয়ে থাকে বুকের ভেতর সন্তর্পণে,
নিপাট আলোয় আলোকিত অবসাদের ছায়া,
উপচে পড়ে কিছু মুহূর্তের অনিন্দ্য ক্ষণ ছয়লাপে
দর্পণের ভেতরের মিঠে রোদ্দুর শুষে নেয় অস্পষ্ট আঁকিবুঁকি।
আদলের রেশ রেখে যায় অনুভূতির মরীচিকা,
হতভম্ব গোধূলির অস্তরাগে উদ্ভাসিত আপোষহীন চিত্রকল্প।