মানব-বোমা ছড়িয়ে চারপাশে
কেউ মানে না নিষেধ-বেড়াখানি,
আলতো পায়ে কান দুটি তাই মূলে
যাই না ভেসে দারুণ সর্বনাশে।
‘ত্রাহি’ শব্দের নেই যে সীমানা
আমার ঘরে হচ্ছি তারি চাষ,
কেউ যদি না হতে চায় বন্ধু
কাঁদতে পারি সত্যিই একটানা।
হাজার ফোঁটা ঝরছে আটপ্রহর
ভিজেও তবু শুকিয়ে ওঠে জমি,
বারুদ-ঠাসা হাস্যমলিন মুখ
হেসেই খুন নিজের ভাগ্যদোষে।
হৃদ-মাঝারে জমলো মহাপাপ
সেসব লেখা বাতিল খাতাতে,
এবার শুধু একটু আগুন পেলে
পুড়িয়ে ফেলি নিজের মাথাতে।