তুমি আমি সবে ক্ষণিকের অতিথি
নতুন ভাবনা আসুক মনে প্রাণে,
নতুন ভাবেই গড়ে উঠুক সমাজ
নতুন দিগন্ত মেলুক ডানা জীবনে।
প্রতিটি নতুন ভোরে আসুক উচ্ছাস
নব চিন্তনে চিরসবুজ আসুক মননে ,
প্রতিদিন সবা মনে জ্বলুক বাঁচার আশ
পুষ্পিত হোক মানবতা জীবন কাননে।
আত্মমর্যাদায় মুছে যাক মনের গ্লানি
শোভিত উদ্যান হয়ে উঠুক মনলোভা,
ভবিষ্যত প্রজন্মের সাফল্যের ধরে হাত
পরিপূর্ণ হোক নব রূপে রং এর আভা।
বইএর সাথে চিরন্তন দৃঢ় হোক বন্ধন
ই শিক্ষা আসুক সবে নতুন নতুন রূপে,
আমরা একসাথে আরো এগিয়ে চলি
শিক্ষিত মননে উন্মোচন করি বন্ধ কূপে।