অনেকটা শ্যামল সন্ধ্যার গানে ভেসে আসার মতো
আমার চারপাশ ঘিরে যখন ভেসে আসে
দীর্ঘ স্মৃতির কোলাজ
এবং ভারী হয়ে আসে উদাস জুড়ে
অনন্ত ঝাউ মর্মর আর ছড়িয়ে পড়ে অসংখ্য
হংস বলাকার দীর্ঘ সারি…
দিগন্তের প্রান্ত রেখা ছুঁয়ে উত্তাল ঢেউ নদীটি তখন
আলগোছে পাততাড়ি গুটিয়ে রুদ্ধশ্বাসে
দৌড়তে থাকে দূর মোহনার দিকে…
নদী থেকে সাগরে ফেরে একান্নবর্তী জল
আর নিসর্গ আবহগুলো ঘিরে জমে ওঠে স্বপ্নমিথ
একেই পরিবর্ত সম্পর্ক বলি আমি
অথচ কী আশ্চর্য্য দ্যাখো,
কাছে- দূরে ,চারপাশে দুলে দুলে উঠছে হাওয়া দোলনা
কেঁপে কেঁপে উঠছে ছায়া ও ছায়াগাছ
এবং প্রশ্নবোধক চিহ্নগুলো পেরিয়ে এসে
ভীষণ পিছু নিচ্ছে নিভৃত হয়ে থাকা যত আত্মকথা
এভাবে ওই দৃশ্যগুলো ঘিরে যখন বুকের ভেতর থেকে
ডেকে ওঠে বউ কথা কও পাখি
পুনরুত্থানে আমি অসম্ভব আলোকিত হয়ে উঠি
বর্ণময় ও মুখর হয়ে ওঠে আত্মপদাবলি
আমি তখন নতুন উদ্যমে হেঁটে যেতে থাকি নির্ভিক
বেঁচে থাকার অবিরাম জীবন যুদ্ধের ভেতর …।