গল্প শুনি আজব দেশের
মা ঠাকুমার মুখে
মানুষ সেথায় কষ্টে বাঁচে
পশুরা খুব সুখে
কোকিল সেথায় বাদ্যি বাজায়
কাক যে করে গান
গাধায় সেথায় জরিপ করে
শেয়াল করে ধ্যান
ফন্দি ফিকির যা করে সব
ইঁদুর মহারাজ
অলক্ষ্যে রোজ গর্ত খোঁড়া
এটাই যে তাঁর কাজ
বাঘ ভাল্লুক সিংহ সেখায়
ব্যাঙের ভয়ে চুপ
রাগলে পরে ব্যাঙ বাবাজির
বেরিয়ে পরে রূপ
সেই দেশেতেই চামচিকাদের
বিরাট প্রাসাদ আছে
মানুষ সেথায় কাদঁছে যে রোজ
পশুরা সব হাঁসে
পাখিরা সব ঘর বানিয়ে
মাটির উপর থাকে
আকাশ থেকে এনে তারা
ঝুলিয়ে রাখে গাছে
মাছেরা সব ভীষণ ভয়ে
ডাঙ্গয় পাড়ে ডিম
শ্যাওলা সেথায় ডাঙ্গায় ভাসে
জলের মাঝে নিম
গাছ-গাছালি অনেক আছে
ফুল ফোটে না কোনো
পশু গুলোই সভ্য সবাই
মানুষরা সব বুনো
বলবো কি আর আজব কথা
মনের ভীতর আছে
দুঃখ পেলে সবাই হাঁসে
সেথায়, সুখে সবাই কাঁদে
এক যে আজব দেশ
বলছি সবাই শোনো
পশু পাখি সভ্য সেথায়
মানুষগুলোই বুনো