দুটি নেত্র তবুও অন্ধ
ঠুঁটো হয়ে বসে রাজা
কতোয়াল ভরা রাজ্যে
কে আর কাকে দেয় সাজা।
শঠতার দোসর ভ্রষ্টাচার
নগ্ন করে সত্যের বস্ত্র
সর্বত্র মুখোসে ঢেকেছে
প্রকাশ্যে হাসছে অস্ত্র।
হিস্যা আজ ননীসম
তুলছে আর খাচ্ছে
এতো ফাঁক-ফোকরে ভরা
ঢুকছে আর বেরুচ্ছে।
সাধু ও চোর সবাই ভক্ত
গায়ে সবার নাকি একরক্ত
শাসনে কর্তার চোখে জল
শাসন করাটাই তাই শক্ত।
চোর বড় সচেতন
তুষ্ট রাখে ভগবান
ভাগের নামাবলী গায়ে
ব্যস সেই আজ মহান?
হাজার কিসিমের গল্প
ভোঁদড় নাচে জনগণ
বাঁধা সুতোয় দিচ্ছে টান
এ পুতুল নাচের মহাঙ্গন।