তোমার আঙুল ছুঁয়ে হাঁটছি বহুকাল— ,
তবু তোমায় ছুঁইনি কেন মনে হয়?
নিরাময়ের বিশল্যকরণী ,
সে তো তোমারি হাতে ।
ভেলার মত ঘাসি-নৌকা , ফুরফুরে সিল্কি হাওয়া,
স্বচ্ছ তোমার নদীর শিলান্যাস ।
তবু আমার উড়ে যাবার আকাঙ্খা কমে না কেনো !!
সার্কাসের তারের উপর দিয়ে যখন হাঁটি,
বিবশ এক আতঙ্ক ঘিরে থাকে নিরন্তর ।
তবু তোমাকেই ব্যালেন্সের ছাতা ভাবি ,
বিষাদের মুহূর্তেও তোমার অন্তরঙ্গ উপস্থিতি ।
নদীর জলে বৃষ্টি বিন্দু হয়ে ভাসি,
কেউ চিনতে পারে না তখন !
তুমি কিন্তু ঠিক চিনে নিতে পারো আমায় ।
তারহীন কোন অলীক যন্ত্র বাজে তন্ত্রীতে আমার ,
কোমল চর্যাপদ যেন শুনতে পাই ।
আত্ম মন্থনে যেন কোনো এক আত্মিক অনুভব…