না আমি অসাধারণ কিছু নই;
গড়পড়তা আর পাঁচজন সাধারণের মতোই !
খেটে খাওয়া মানুষ; উদয়াস্ত পরিশ্রম করে
নিজের পরিবার পরিজনের মুখে দুবেলা খাদ্য তুলে দেই;
পরিধানের বস্ত্র আর প্রয়োজনীয় চিকিৎসার জন্য হিমসিম খেতে হয়!
সরকারী কর্মসংস্থানের দায় কার ? জানতে পারার আগেই বয়স পেরিয়ে গেছে;
মাঝে মাঝে নেতারা আসে উন্নয়নের গল্প শোনায়!
একটু আধটু দান খয়রাতিও করে;
তবে ভাগ বাঁটোয়ারাতে বিস্তর ঘাপলা আছে •••
বিভিন্ন স্কিম আছে লেনদেনে;
হিমশৈলের চূড়ায় যা দু একটি দেখা যায়!
স্কিম এক ফ্যালো কড়ি মাখো তেল ;
স্কিম দুই যদি বন্ধু হও তবে মজার খেল!
স্কিম তিন গলায় গলায় চৌথা আদায় ;
স্কিম চার উড়ো খই গোবিন্দায়।
এসব অবশ্য লঘু ব্যবস্থাপনা;
নিজেদের ভেতর সমঝোতার রকমফের মাত্র!
এর বাইরে শাসন আর শোষণের মাত্রা ক্রমশ উর্দ্ধোমুখী;
নিরাপত্তার বলয় যেমন জেডপ্লাস ছাড়িয়ে যায়;
তেমনি শোষণযন্ত্র হয়ে ওঠে দূরতিক্রম্য।
মাঝে মাঝে রাতের পাখিরা জেগে ওঠে দিনের আলোয়;
আলোর ঝলকানিতে চোখ বন্ধ করে
এ ডাল থেকে সে ডাল বদলে নিলেও;
রাতে আবার ফেরে নিজের চেনা পাড়ায়।
দু একজন অবশ্য ভিন্ন পথের যাত্রী;
পুরনো ভাবধারায় বিশ্বাসী!
সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলতে উসখুস করে;
শিরদাঁড়া সোজা রেখে চলতে চাইলেও•••
রিরুদ্ধ চাপ ঘনীভূত হয়।
আর্কিমিডিস কে খুন করেছিল শাসকেরা ;
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে বলার জন্য!
কোপারনিকাসকে পুড়িয়ে মেরেছিল ;
ব্রুনোকে সাত বছর কারাদণ্ড দিয়ে
তারপর হত্যা করা হয়েছিল;
গ্যালিলেওকে ক্ষমা চাইতে হয়েছিল চার্চের সামনে!
রামকৃষ্ণদেব কে পাগল বলতো;
রামমোহন রায়; বিদ্যাসাগরকে সমাজচ্যুত করা হয়েছিল।
এই সমাজের অবক্ষয়;
আর প্রতিবাদী চরিত্রগুলিকে দেখে;
আমারও মাঝে মধ্যে অসাধারণ হয়ে উঠতে ইচ্ছে করে!
উজান পথে সাথী মিলবে না জানি;
তবে অপেক্ষায় আছি …
প্রতিরোধ গড়ে উঠবে ঠিকই একদিন।