প্রতিদিন চলে একটু একটু করে
অসম্পূর্ণ বৃত্তকে পূর্ণতা দেবার অসফল প্রচেষ্টা ,
ভাঙা আয়নার খুঁজি চলি মনের ভাঙাচোরা আসবাব…..
গভীর প্রকোষ্ঠে ধূলোবালির আস্তরণের মাঝে সন্ধানী কল্পনা বিলাসী মন?
অনুক্ষণ সুখ চেয়ে দিশাহীন পথচলা ,
এক ছটাক জোনাকি আলোয়
এক পরিবৃত শ্বাসবল্লরী ছুঁয়ে রাখে এঁটেল মনের চৌহদ্দি,
বর্ণমালার পাঁজর ভেঙে নিঃসৃত যন্ত্রণায়
ছেঁড়া তার ছুঁয়ে থাকা হৃদয়ের অন্তরীপ……
নিদ্রা ভঙ্গ রাশি রাশি গলিত স্বপ্ন,
আলস্যের ফাঁক গলে খোঁজে হলুদ জোছনা।
মনের ভেতরই মনের কাছে চেয়েছি মনের একফালি হদিস ….