হাটখোলা হাড়গোড়ের চিড়বিড়ে জঙ্গলে নয় ,
অসমাপ্ত চুম্বনের রহস্য উদ্যানে এসো ।
মোহনার মৌনতা নয় , উৎসের বাচালতা নয়
প্রখর বৃষ্টি শেষে শ্রাবণ আলোর মতো ।
ঘুমে নয় , জাগরণে নয়
আধবোজা চোখের পাতায় ।
বিশুদ্ধ কবিতার কুয়াশায় মোড়া থাক
তিলোত্তমা তিলের বিস্ময় ।
ঘেঁসাঘেঁসি লেপের ক্রনিক লালার জালে
আরণ্যক আনন্দের শান্তিভঙ্গ হয় ।
দূরের দায়িত্ব বেশি , ত্রিভুজকে বৃত্ত বানায় ।
পুরোটা দৃশ্যমান করো না জীবন ,
রহস্যহীন আয়ুর বিস্বাদে
আড়মোড়া সকালের প্রশ্রয় হারাবো ।