নিশিদিন দিশাহীন –
মিলনেও বিস্মরণ
চাপা শোখ অন্তহীন
পরাক্রমী কত রাবণ
দুচোখে সরসীর অশ্রুর প্লাবন ।
চিতা আর কবরে কোথাও নাই শান্তি ,
মৃতদেহে খুঁজে পাবে অজস্র ক্লান্তি
হাসিগুলো মুছে গেছে, দৈন্যের ভোগান্তি
অসহনীয় ঘরে-পড়ে নানান অশান্তি।
ভাই-ভাই ঠাই,ঠাই
ঘর ভাঙার বেদনা
মা-বাপের স্থান নাই
ফুটপাথ-ই ঠিকানা
ধিক্কার, ধিক্কার আধুনিক চেতনা ।