দুচোখ ভরে থাকা স্বপ্নগুলো
জানতে চায়নি মনের ইচ্ছেকথা –
ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর মায়া জগত ভুলে
রূপকথারা আজ নির্মম বাস্তব।
একটু উষ্ণতা দেবে হাত ছুঁয়ে?
ইচ্ছেগুলো যে বড্ড একগুঁয়ে –
অনুভূতির পালতোলা ঢেউ রংধনু হয়ে
ছুঁয়ে দিক হৃদয়ের অতল গভীরতা।
পথভোলা স্বপ্ন হারায় ভাবনার আকাশে,
সয়েছি নিরন্তর রূপকথার অলীক মাধুর্য –
তবু,
আমাকে পোড়াও তোমার অনন্ত দহনে …..