কোন এক যাত্রার অন্তিম লগ্ন থাকার কথা ছিল
কথাকলির যাত্রার সূচনায় নিয়মানুবর্তিতা থাকার কথা ছিল
যাত্রার মাত্রার কোন লক্ষ্যহীন আওয়াজ বহুদূর বয়ে গিয়েছিল
কুয়াশা ঢাকা রেল লাইন ছুটে চলে আরও আধার ভেদ করে
ভেঙে দেয় ভোরের জলীয় বাষ্পের জলকণার গোপন আলাপন
আওয়াজ আসে স্বাভাবিক জন-কোলাহলের
কোলাহলে কোলাহলে চাপা পড়ে নিঃশব্দে জনবিপ্লব
যে বিপ্লব একদিন উজ্জ্বল হতে উজ্জ্বলতর কলরব হবে
জনবিপ্লবের মাঝে আজ জনতা নেই
নেই বাস্তবকে জ্ঞানচক্ষু দিয়ে দেখার মত কেউ
এখনো তাই একটা পঙ্গু পৃথিবী বেঁচে আছে
লক্ষ্যের অলিন্দে বিনিদ্র মুহুর্তের বিতরণ
অভুক্ত যাত্রার কোলে পরে ঢলে সেই পুরনো নিমন্ত্রণ।