যেমন করে হেমন্তের শীত ঘন হয়ে এলে,
দীঘির জলে তুষার নামে।
অভিমানী দুধসাদা রাজহংসী পাড়ি জমায় সবুজ মাঠে।
তেমনি করেই বিন্দু বিন্দু অশ্রু কণায় নিজেকে সাজিয়ে রাখি
সব রঙে ভরিয়ে, সাদা উজ্জ্বল রঙে।
তুমি তো জানো ভালোবাসার রঙ দুধ সাদা।
না আছে কোন ছল চাতুরী, আছে কেবল ভরসার হাত, দুচোখে সরলতা।
একবার দুবার নয়, হাজারো বার পুড়তে রাজি আছি তোমার ওই মেঘে ভরা গভীর নীল দুচোখে।
তুমিও অসীম সাগরের মতো বুক পেতে দাও,
আমি নদী আছড়ে পড়ার আনন্দে ভাসি বারে বারে।
নীল আকাশে সাদা মেঘের ঘরে তোমায় অনুভব করি।
ভাবি তুমি আছো পাশে, আমার অন্তর ছুঁয়ে ছুঁয়ে।