কিছু কিছু বাক্য অভিনব-
রূপ-রস-গন্ধ-বর্ণে একেবারে মৃগকস্তুরী,
আবিষ্ট মন সামান্য ছোঁয়াটুকু পেয়ে
‘ধন্য-ধন্য’ করে আত্মহারা,
আর আর বিবেকের কাছে পরান্মুখ হয়ে
চেতনার প্রতিহিংসা টের পাই
নির্জন অবেলায়।
শব্দগুলোর হাতে রক্তাক্ত কৃপাণখানা
ভিজে ভারী জবজব,
তাদের অসহায় পিতার মুখে
রা-টি নেই, সন্তানেরা বড় ক্রূর দুর্বহ!