পিছিয়ে পড়া পুরুষ মানুষ গাছের মত। দাঁড়িয়ে থাকতে আলো লাগে, সবুজ থাকতে জল
জল মনে প্রেম। আলো মানেও হবে কিছু একটা
কত পাখি বাসা বদলায় রোজ, কত পাখি খুঁজে বেড়ায় ভরসা, স্থিতিশীলতা, কাষ্ঠল ক্ষমতা
ক্ষমতা মানে অর্থ।
ভরসা মানেও হবে কিছু একটা
ঋতু বদলে যায় প্রতি মিনিটে, প্রতি মিনিটে চোখের জ্যোতি বাড়ে আমার।
বুঝতে পারি, কাষ্ঠল গুঁড়ি, সবুজ পাতা, বজ্রপাত সহ্যক্ষমতা সবই আছে, ছিল প্রথম থেকেই
যা নেই, তা খড়কুটো। শিল্প। প্রেম।
আধুনিক হতে বজ্রপাত লাগে, সবুজহীনতা লাগে।
এইবার নিনাদ এলে ন্যাড়া হয়ে দাঁড়াবো ছাদের টবে
তবে যদি কোনো পাখি এসে বসে। বাসা বাঁধে, যদি একা কোনো পাখি…