বর্শা ছুড়ে মারি চাঁদে; ভিখিরির মতো আমি পরশ্রীকাতর
চোখের সামনে থেকে সোনার বৃশ্চিক তুলে নাও; তীব্র ক্ষোভ
নিয়ে দেখি অস্তরাগ; প্রথমে ছিলাম রাজা, এখন রাক্ষস
হয়ে ত্রস্ত যামিনীতে বাগানে বাগানে ঘুরি, ভেনাসের ঊরু
শিরীষ কাগজ দিয়ে ঘষে রজোগুণ উসকে নিই, কোটালের
চর হাঁকে: কে ওখানে? গুহার ভিতর দিয়ে মাথা নিচু করে
দুই, তিন, চার মাইলেরও দূরে এসে দেখি: অন্য বসুন্ধরা
শান্ত ঝরনা, জনহীন—গিয়ে বসি একশো ছেলের হাত ধরে।