হে,
তুমি
মহান,
মহা বিটকেল
ছোঁড়ো পাটকেল
ধরা পড়লেই গম্ভীরা।
মাথার ভেতর প্যাঁচের গঠন,
লোকে বলে শুনি,মিচকে পোড়া ।
ভাজামাছ খেতে,পারোনা উল্টে,
সব প্রোফাইল ঘেটে মশগুল,
মিষ্টি মুখের মিছরি ছুরি,
কেউ চেপে ধরলেই
রাগ,হুলস্থূল।
সেই
আগের
নেইকো তুমি,
সেই মানুষ আর
লক্ষ যোজন ফাঁক।
ঔদ্ধত্বের বর্ম পড়ে ঘোরো
আপন খেয়ালে বাজাও জয়ঢাক
নিজেইতো নিজেকে মহান ভাবো
কদর্য ভাষাকে করেছো সঙ্গী,
দেখি হতাশার জ্বালায়,
ভালো গুণ পালায়
শুধু সাথ দেয়
কদর্য-অঙ্গ
ভঙ্গি।