এখানে আকাশ বড়ই খোলামেলা,
ভাঁজে ভাঁজে লুকিয়ে নেই দুষ্মন্ত মেঘ,
দুহাত প্রসারিত করে ডেকে নিই প্রকৃতিকে,
বলি, ভালোবাসি ভালোবাসি।
দূরে শুনি পাহাড়ের প্রতিধ্বনি,
ফিরিয়ে দেয় কন্ঠস্বর পরম লালিত্যে,
সবুজ বনানীর ফাঁকফোকর বেয়ে গড়িয়ে নামে অপরূপা ঝর্ণা,
আমি বলি, তুমি অনন্যা অনন্যা।
চড়াই বেয়ে উপরেই ধ্যানমৌনি পাহাড়,
ঝরাপাতার মর্মর লুকিয়ে
রাখে বিষাদ,
চুপটি করে শুনি অরণ্যের দিনরাত্রি,
ঘন কুয়াশায় নিবিড় নীরব চুপকথা,
বৈদিক সুরের মুর্ছনা প্রকৃতির শেষকথা,
আমি বলি এ তো রূপকথা রূপকথা রূপকথা…