বুকের মধ্যে বেওয়ারিশ লাশ
মৃত্যুছন্দের -মাত্রা গোনে
অন্ধকার রাতে দুচোখে ফসফরাস-
তমস জনারণ্যে শান্তি আহরণে।
ঘড়ির কাঁটায় ঘোড়ার গতি
ইতিহাস তেভাগা আন্দোলন
এখনও দাঁড়িয়ে শহীদ বেদি
নির্বাক-নিথর,সেই আলোড়ন।
প্রেমের বুকে মুখ রেখে আজ
ফসিল হবো বরফ সাজে
নরনাভির গন্ধহীনতায়
শ্মশান চিতা জ্বলছে লাজে।
দেওয়াল বেয়ে উঠছে স্বরাজ
গিরগিটি রং বদলায়
মৃত্যু ব্যথায় ওষুধ খোঁজে
মরচে ধরা কাস্তে ফলায়।