চলন্ত গাড়ি পেছনে ফেলে আসে
একের পর এক মাইলফলক
চিলেকোঠার গোধূলির পড়ন্ত আলো
অজান্তেই যেতে চায় ভুলে
একের পর এক স্মৃতির বলিরেখা।
বিছিয়ে দিই সুখের শীতলপাটি
তপ্ত দুপুরের উষ্ণ আঁচল
কিশোর বেলার সোনালী ফসল
আজও কথা বলে একই ভাষায়….
হলুদ মেঠো বনের নিস্তরঙ্গ সময়ে
পাল তোলে ঝাঁক ঝাঁক বলাকা
আপন খেয়ালে নদীর মত আবেগে।
সময় এগিয়ে চলে,
শৈশব থেকে বার্ধক্যের দোরগোড়ায়…….একই ভাবে।