যতবার ভাবি বলবো না,
কি আর বলার আছে যখন সব কথাই,
উজাড় করেই তো নিশ্চিন্ত দিনযাপন!
ডাকবোই বা কেন বার বার!
বোঝানোরও নেই কোনো দায়..।
যদি কখনো ভুল ভাবনায় বিচ্যুত হই,
সামলে নেব নিজেকে ধমক দিয়ে।
তবু না জানি কোন অদৃশ্য টানে,
বারংবার তাজা স্মৃতি স্মরণে,
কারণে অকারণে তোমার ভাবনারা হাজির।
ভুল নয় তোমাতে ভর করেই লিখে চলি দিনলিপি,
তোমার সুনিবিড় আশ্রয়ে
নীল আকাশ দেখে,আমার পরিতৃপ্ত হওয়া,
টইটুম্বুর রসদ সংগ্রহ আমায় সমৃদ্ধ করে।
ভালোবাসি তো সবাই বলে,
নাই বা আমিও প্রকাশ্য বা আড়ালে,
তুমি কাছে এলে,অভিমানে তফাতে দাঁড়ালে,
নাই বা আমি হৃদয় কুঠুরির আলো জ্বেলে,
বললাম ভালোবাসি খুব প্রিয়,
তবু কেন,আকুল মন উচাটনও।
ধুয়ে মুছে সাফ হোক ঘনীভূত সন্দেহ।