আজ অধিকারের কথা তুমি বলছো মিত্রা?
একদিন তো সেটা দিতেই চেয়েছিলাম গো,
সেদিন না নিয়ে ফেরালে কেন আমায়?
এ ক্ষতবিক্ষত হৃদয় আর সইতে পারে না,
কি বিষম যে এই জ্বালা বোঝাবো কারে,
পুরোনো ক্ষতস্থানে খোঁচা কেন তবে,
এখন যে আর তা সম্ভব নয় মোটেও,
সমাজ – সংসার বাধা হিমালয়সমান,
বেলাশেষে মনে পড়ে তোমারই কথা –
“সেই চোখে যা হারিয়ে গেছে জেনেও খোঁজা।। “