বানভাসি মানুষটা বানের জন্য আবার অপেক্ষা করে
প্রতিক্ষণ ।
এ শহরে ডাঙ্গা পেয়েও সুখ তো মৌমাছি হয় নি
এতকাল ।
বরং নাশকতা চামচাগিরি করেছে তার চারপাশে
আ-দেখলার মতন….
কিছুতেই পাশ কাটিয়ে যাওয়ার রাস্তাটা হলো না
কোনোদিন ।
বানের আহ্বান আজকাল কানে পৌঁছয় না
কোনোমতে,
এই দীর্ঘ শর্বরীর প্রতীক্ষায় মুখ যেন
মুক্তোর দানা,
পেতে বড় ইচ্ছে অথচ মায়ামৃগ ঘুরে বেড়ায়
বিলক্ষণ ।