অদৃশ্য সুখের কাছে লুকিয়ে রাখি অপেক্ষার শীতলপাটি,
সন্তর্পণে নির্বাক ছায়াতলে সাজায় নিখুঁত ছায়ানট,
নৈঃশব্দের ভীড়ে পানসি ভেসে চলে মৌনমুখর,
নিদ্রাহীন বাতাস অকাতরে ভালোবাসার কথা বলে,
ছুঁতে চেয়েছে সাহচর্য লাভের আশ্বাসে।
মুহুর্তরা বেঁচেবর্তে থাকে অন্তঃস্থ সত্ত্বায় মিশে,
একাকীত্ব ভরে রাখি উষ্ণতার মায়াবন্ধনে,
প্রান্তিক ইচ্ছেরা লুটোপুটি খায় রোদ বারান্দায়,
অবান্তর খেয়ালের নকশীকাঁথায় ভেসে চলে পেঁজা তুলোর মতো,
মনের বিশালতায় নির্দ্বিধায় সারে নিরলস সন্তরণ।
তবু হৃদপিন্ডের উঠানামায় এগিয়ে চলে সময়,
নিখুঁত উচ্চারণে সমান্তরাল রেখা ধরে হেঁটে যাই নিরুদ্দেশ যাত্রা পথে,
অদৃশ্য ছায়াপথে অদৃশ্য বন্ধনের পিছুটান বয়ে চলি,
অপেক্ষার প্রহর অবশেষে ইঙ্গিতে বলে –
আয় আয়………..