দোলে ভূত সাজি না গো
বর্তমানেই
সাজাবার প্রয়াসেই
দিন কাটে সেই!
রঙ ছিলো ঢং ছিলো
শুকনো আবীরে
সেথা চাইলে কেমনে
যাবো ওগো ফিরে?
হোলি আজ রঙ নয়
প্রায় রঙবাজি
ব্যাভিচারী বেশি সব
কাজেতে হা পাজি!
মোচ্ছবে ডিজে সহ
মদ গিলে গিলে
ইউথ আইকন করে
সমাজকে ঢিলে!
আবীর দেবার আর
আছে কে বা বলো?
ভূত কথা ভাবলে হা
চোখ ছলোছলো!
মা মাসিমা দাঁড়িয়ে যে
পায়েতে আবীর
প্রণামের ঘটাতে যে
মিষ্টি ফিকির!
আজকাল মেকি লাগে
বটে দোলখেলা
রমণী ও পুরুষেরই
শুধু “বিলা”খেলা!
“লীলা “কবে উড়ে গেছে
আবীরের রঙে
মদ খেয়ে ঢলে ঢলে
সব যেন টঙে!
বললে শত্রু হবো
জানি তবু বলি –
আজকাল তাই সবই
মেপে কথা বলি!
কোথায় প্রভাত ফেরি
রাতে কীর্তন
উল্টিয়ে ডিস্কোয়
নাচন কোদন!
রবি ঠাকুরের গানে
আম্র বনেই –
গান গেয়ে ফিরে সব
বসন্ত সেই!
সে সকল পাট বটে
গেছে চুকেবুকে
তারই রেশ ধরে আছি
আপন এ বুকে!
সম্মান তলানীতে
লাগে মোর কাছে
তাই আজ ব্রাত্য যে
তোমাদেরই কাছে!