অপেক্ষার ধৈর্য্য মদ জিইয়ে রেখেছি নীল
যমুনার দীপের আঁধারে ,
একদিন পূর্ণ মাতাল হবো
সময়ের দীর্ঘদেহী আলো
তমালের আঁধার জ্বালালে ।
ভেসে আসে প্রতি ভোরে
জোয়ারের জয়ী ঠোঁটে
ঘোরতর বাঁচার চুম্বন ।
ভেবে ভেবে বাসি হই
এ চুম্বন শরীরে নাকি মনে সহবাসে !
কীসের অপেক্ষা করি বিকেল বন্দরে ?
কিংবা
রাতের রেলে পৃথিবীর রোদ ফিরে এলে !
অজানা চাওয়ার ঘাড়ে উঁকি মেরে চলি ,
অপেক্ষা -জাতক কুঁড়ি এসে ফিরে যায়
গন্ধমাদন ভীড়ে চিনতে পারি না ।