আবহমান শোকে মুহ্যমান থাকাটাই দস্তুর,
মনখারাপের প্রহর সাদা কাপড় ধূপের ধোঁয়া,
প্রাসঙ্গিক কিছু কথা নীচু স্বরে ফিসফাস,
আঁচল চাপা কান্না সংক্রমিত চোখের জল,
ফের পথ হাতড়ানো জীবনের গোলকধাঁধায়,
কাঠিন্যের গার্হস্থ্য জমিতে বাস্তবতার হলকর্ষন……
নিয়মিত ক্ষয়ে দৈনন্দিন অভাব অনুভূত প্রিয়জনের,
আলগা হতে থাকে শিকড়ের ঝুরঝুরে মাটি,
মাস্তুল বিহীন নৌকোর মতো জীবনযুদ্ধে দিশেহারা……..
মৃত্যু, স্বাভাবিক,জীবনের চরম সত্য,
অবিচ্ছেদ্য অঙ্গ, ,সহজ অথচ নিঃশব্দ,
মনের গভীরতায় এর ব্যপ্তি,
সম্পর্ক ও কর্মেই এর পরিচয়,
রবাহুত অতিথি, চিরশান্তির দোসর,
আত্মা অবিনশ্বর জীবন মরণশীল,
আবহমান প্রবাহের অন্তিম গন্তব্য……