খুব সুন্দর লাগছে দুজনকেই
স্মরণীয় দিনগুলো জীবনের এই
স্মরণীয় হয়ে থাকুক এভাবেই,
মনের গভীরে সৃষ্টি করে যাও আনন্দের পাহাড়
পাহাড়ে পাহাড়ে লেগে আছে খাদ;
কোথাও যেন লেগে আছে কিছু অবসাদ
সব নিশ্চিহ্ন করে দাও আজ এই শুভদিনে
এমন শুভ দিনের এই শুভ অনুভূতি ফিরে আসুক মননে,অনুধাবনে
অনুভূতিরাও বেখেয়াল হয় যখন তখন
অনুভূতির কোটরে মোড়া কোনো নকলের সিংহাসন
সিংহাসনের উপরেও কি অনুভূতির ব্যঙ্গচিত্র রাখা যায় ?
প্রহসন আর সম্প্রসারণ,
উপহাস আর পরিহাসকে একই আসনে দেখা যায় ?
বিধাতা সেও নিশ্চুপ আজ
নিশ্চুপ আজ বিচার-বিশ্লেষণীয় অজস্র বিভাগ
হতবাক হয় সংশোধনের পরিমণ্ডল, সৃষ্টিকর্তা হয় হতবাক
হাসির ছলে
মালা গুলো সব গেল খুলে
মালার সাথে ছিল নকল পুঁথি;
পুঁথি গুলো কেমনে গাথি?
নিজেরই অজান্তে স্বপ্নের মালার স্বপ্নগুলো সব গেল জ্বলে
অগত্যা আনন্দের প্রতিচ্ছবি দেখে তবু কিছু দর্শক
মনমুগ্ধকর এই চিত্রকর,
তবুও আকাশ পানে কেউ তাকায় কর্কট
দিনলিপি যেন ভুলে যায় সবাই আজও
রঙ্গমঞ্চের শুভারম্ভে ছদ্মবেশের মধ্যেও কিছু বেশ রবরব সাজো।