নিশামুখ,
Hey, শুনছ অনেক দিন ধরে বলতে গিয়েও আটকে যাচ্ছি ভয়ে ।
আটকে যাচ্ছি বরংবার
তুমি বলছো ভরসা করতে পারছি না আর।
নাহয় যেনো মেনে নিচ্ছি তাই
চলো না দুজন মিলে কফি হাউসে যাই।
তুমি বলছো পৃথিবীতে মেয়ের অভাব পড়েছে নাকি!
কিন্তু এটাই কি সব ?
সত্যি বলতে, আর ভালই লাগেনা ওসব।
তোমাকেই চাই
কিন্তু –
থেকেই যায় কিছু অবলা ফিলিংস
কোনো পুরোনো ডায়েরির পাতায় অথবা ফেসবুক ফিডের গল্প হয়ে।
কিংবা কখনও মনের ওই অন্ধকারেই লৌহ কপাটে বন্দী হয়ে।।