নির্ঘুম প্রহর || Biswajit Nag
নির্ঘুম প্রহরে খুঁজে চলি সুখের বসতবাড়ি,ছন্নছাড়া লতাগুল্মে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা…
নির্ঘুম প্রহরে খুঁজে চলি সুখের বসতবাড়ি,ছন্নছাড়া লতাগুল্মে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা…
বাইরেই থাক স্যাঁতস্যাঁতে মনের জানালা,একটু ভেজানো ঈষৎ ঝুঁকে,এক চুপ রোদ্দুর…
আমি নাহয় নিজের মতই রইলাম –দুচোখের পাতায় ভারী স্বপ্নগুলো আমারই…
আজও কিছু অবশিষ্ট পাঁজরের ভাঙা হাড়,মনোবলে জং নিরোধক নীরব অভিমান,আঁচ…
কিছুটা মিথ্যের আশ্রয় অবৈধ হলেও বৈধ,তোমার অভিমান ছিল পুরোদস্তুর লৌকিক,তবুও…
তৃষ্ণার গভীর ক্ষতেতুমি ঝরো চেরাপুঞ্জি হয়ে …..তপ্ত মাটিভেজা গন্ধে খুঁজিতোমার…
অভিমান লুকিয়ে রাখি শব্দের ভাঁজে,চৈত্রের কিছু ধূলিকণা অন্তর্হিত বাতাসের খাঁজে,আম্র…
স্বপ্নের চোখে জমা থাকে সহস্র সুখ,চুলের চেনা সুগন্ধি জড়িয়ে ধরে…
নিভু নিভু আগুনকে যখন দিলেই উস্কে,বাতাসকে বলে দাও সপ্রতিভ হতে,সিঁদুরের…
চৈত্রের রুদ্র রোদ ধুয়ে দিচ্ছে অভিমানী মেঘ,প্রখর তীব্রতার বৃত্তে আবদ্ধ…
জমিয়ে রাখি এক ঝাঁপি আনন্দ,জীবনের খেরো খাতায় নাই বা রইলো…
প্রত্যাশিত ছিল না এই সকালের,নেই চেনা নিস্তব্ধতা,নেই পাখিদের মুখরিত কুজন,সকালের…
ছায়া দীর্ঘ হতে হতে একসময় মিলিয়ে যায় অতলান্তে,শেষের প্রত্যন্ত বেলায়…
এখানে আকাশ বড়ই খোলামেলা,ভাঁজে ভাঁজে লুকিয়ে নেই দুষ্মন্ত মেঘ,দুহাত প্রসারিত…
অযাচিত ভাবে জমেছে বিস্তর ধূলিকণা,আচমকা ছিটেফোঁটা বৃষ্টিতে জানালার শার্সিতে রেখে…
অভিযাত্রিক মন ছুঁয়েছে দিক প্রান্তরহাতছানি দিয়ে ডাকে দূর তেপান্তরচড়াই উৎরাই…
স্মৃতিগন্ধ উসকে দেয় বিগত কন্ঠস্বরফিসফিস শব্দ ছাপিয়ে এগিয়ে আসে কোলাহলঅযুত…
সময় একটু থমকে দাঁড়াও-বাতাসের ভারী দীর্ঘশ্বাসে প্রলেপ বুলিয়ে দিই;অবিশ্বাসের খানাখন্দে…
ঘুমহীন চোখ জুড়ে স্মৃতির মন্থর বাতাস,ভাবনাগুলো আটকে থাকে ক্যাঁকটাসের কাঁটায়,চশমার…
নির্বাসনে নিজেকে পাঠাই একান্ত অবসরে,একটু পরিতৃপ্তির ঘুম ঘুমোবো অজ্ঞাতবাস পর্বে,যোজন…
তেমন করে আর কিছুই ভাবায় না,সদর দরজা তো হাট করে…
ঋতুগুলো নিমেষেই পাল্টে নিচ্ছে অবয়ব,কানাঘুষোয় অনেক কথাই ডানা মেলে বাতাসে,ভাসমান…
অন্ধকারে ঢাকা পড়ে আছে একফালি বারান্দা,ছায়াগুলো এখানেই গড়িমসি করে কাটায়,চেয়েছিলাম…
ওত পেতে থাকে কিছু দুর্বিষহ সময়,সব হলুদ বসন্তই অনুরাগের ছোঁয়া…
মনের পরত খুলে দেখিজ্যোৎস্না ঘাসে রূপোর ঝিলিক,নদীর টলটলে জল আয়নায়বৃষ্টি…
আজও খুঁজে চলি ছাইচাপা আগুনের উত্তাপ,বুকের ভেতর লুকিয়ে আছে সহস্র…
অনিশ্চিত বুদবুদেরা রক্তাল্পতায়নিভন্ত দেউটির মতই টিমটিম,জোনাকির মোহময় ফসফরাসেআলোর বদান্যতায় ভাসে…
তমসাঘন আঁধারের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর,স্থির বসে আছে জোনাকি অমারাত্রির…
অনুলিপি খুঁজে চলি তন্নতন্ন করে,বিবর্তনের প্রতিশ্রুতির ভুর্জপত্রে,সাজিয়ে রাখা প্রাগৈতিহাসিক উল্কি,আমি…
পলকহীন দৃষ্টির সীমা বরাবর,দিগন্ত ছুঁই ছুঁই একফালি নিসর্গ,মনের অজান্তে গভীর…
মুখোশের আড়াল ভেদ করে,বেরিয়ে আসে অবরূদ্ধ অশ্রুকণা,অস্তিত্বের সন্দিহান ভেজা অন্ধকারে,ঝরে…
ধোঁয়ার কুন্ডলী থেকে উদ্ভূত জটাজাল-সন্দেহের চোখ তীর ছোঁড়ে দিগন্তে,নিভু নিভু…