কার যেন এই মনের বেদন চৈত্রমাসের || Rabindranath Thakur
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,ঝুমকোলতার চিকন পাতা…
কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,ঝুমকোলতার চিকন পাতা…
(মরি লো) কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণেফুটে দিগন্তে অরুণকিরণকলিকা…
কাঁপিছে দেহলতা থরথর,চোখের জলে আঁখি ভরভর॥দোদুল তমালেরই বনছায়া তোমারি নীল…
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥বরষনের…
কত যে তুমি মনোহর মনই তাহা জানে,হৃদয় মম থরোথরো কাঁপে…
কখন বাদল-ছোঁওয়া লেগেমাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে॥ওই ঘাসের…
ওলো শেফালি, ওলো শেফালি,আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি॥তারার…
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে —ডালে ডালে ফুলে ফুলে…
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,কোন্খানে আজ পাইএমন মনের মতো…
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল।স্থলে জলে বনতলে…
ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনো পাতার ডালে,এই…
ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দেআজ নবীন প্রাণের…
ওরা অকারণে চঞ্চল।ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নব পল্লবদল॥ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি…
ওগো সাঁওতালি ছেলে,শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে॥ধানের ক্ষেতের…
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী,পুলকিত চম্পার লহো অভিনন্দন–পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে…
ওগো তুমি পঞ্চদশী,তুমি পৌঁছিলে পূর্ণিমাতে।মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে॥ক্বচিৎ…
ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি ,অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে…
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে।নূতন-পাতার-পুলক-ছাওয়া…
ওগো শেফালিবনের মনের কামনা ,কেন সুদূর গগনে গগনেআছ মিলায়ে পবনে…
ওই-যে ঝড়ের মেঘের কোলেবৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে॥ওরই গানের তালে…
ওই বুঝি কালবৈশাখীসন্ধ্যা-আকাশ দেয় ঢাকি॥ভয় কী রে তোর ভয় কারে,…
ওই কি এলে আকাশপারে দিক-ললনার প্রিয় —চিত্তে আমার লাগল তোমার…
ওই আসে ওই অতি ভৈরব হরষেজলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসেঘনগৌরবে নবযৌবনা বরষাশ্যামগম্ভীর সরসা।গুরু…
ওই মালতীলতা দোলেপিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে॥মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা–মোর…
ওই ভাঙল হাসির বাঁধ।অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥উতল…
ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,আজ হৃদয় তোমার উদাস হয়ে…
ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!ও চাঁদ, তোমায় দোলা–কে দেবে…
ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালেধরা দিয়েছ যে আমার…
ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে–স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥আপনারই…
এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে–বিপুল তব শ্যামল স্নেহে এসো…
এসো শ্যামল সুন্দর,আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গসুধা।বিরহিণী চাহিয়া আছে আকাশে॥সে…
এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে॥দাও আকুলিয়া ঘন কালো…
Powered by WordPress