Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সপ্তম সর্গ — মেঘনাদবধ কাব্য || Meghnadbadh -7 by Michael Madhusudan Dutta

সপ্তম সর্গ — মেঘনাদবধ কাব্য || Meghnadbadh -7 by Michael Madhusudan Dutta

রণমদে মত্ত সাজে রক্ষঃকুলপতি;-
হেমকূট-হেমশৃঙ্গ-সমোজ্জ্বল তেজে
চৌদিকে রথীন্দ্রদল; বাজিছে অদূরে
রণবাদ্য; রক্ষোধ্বজ উড়িছে আকাশে,
অসংখ্য রাক্ষসবৃন্দ নাদিছে হুঙ্কারে।
হেনকালে সভাতলে উতরিলা রাণী
মন্দোদরী,শিশুশূণ্য নীড় হেরি যথা
আকুলা কপোতী,হায়; ধাইছে পশ্চাতে
সখীদল। রাজপদে পড়িলা মহিষী।
   যতনে সতীরে তুলি, কহিলা বিষাদে
রক্ষোরাজ,–“বাম এবে,রক্ষোকুলেন্দ্রাণি;
আমা দোঁহা প্রতি বিধি; তবে যে বাঁচিছি
এখনও,সে কেবল প্রতিবিধিৎসিতে
মৃত্য তার; যাও ফিরি শূন্য ঘরে তুমি;–
রণক্ষেত্রযাত্রী আমি,কেন রোধ মোরে?
বিলাপের কাল,দেবি,চিরকাল পাব;
বৃথা রাজ্যসুখে,সতি,জলাঞ্জলি দিয়া,
বিরলে বসিয়া দোঁহে স্মরিব তাঁহারে
অহরহঃ। যাও ফিরি; কেন নিবাইবে
এ রোষাগ্নি অশ্রুনীরে,রাণী মন্দোদরি?
বনসুশোভন শাল ভূপতিত আজি;
চূর্ণ তুঙ্গতম শৃঙ্গ গিরিবরে;
গগনরতন শশী চির রাহুগ্রাসে;”

ধরাধরি করি সখী লইলা দেবীরে
অবোরোধে; ক্রোধভরে বাহিরি,ভৈরবে
কহিলা রাক্ষসনাথ,সম্বোধি রাক্ষসে;–
“দেব-দৈত্য-নর-রণে যার পরাক্রমে
জয়ী রক্ষ-অনিকনী; যার শরজালে
কাতর দেবেন্দ্র সহ দেবকুল-রথী;
অতল পাতালে নাগ,নর নরলোকে;–
হত সে বীরেশ আজি অন্যায় সমরে,
বীরবৃন্দ;চোরবেশে পশি দেবালয়ে,
সৌমিত্রি বধিল পুত্রে,নি্রস্ত্র সে যবে
নিভৃতে; প্রবাসে যথা মনোদুঃখে মরে
প্রবাসী,আসন্নকালে না হেরি সম্মুখে
স্নেহপাত্র তার যত–পিতা,মাতা,ভ্রাতা,
দয়িতা মরিল আজি স্বর্ণ-লঙ্কাপুরে,
স্বর্ণলঙ্কা-অলঙ্কার;বহুকালাবধি
পালিয়াছি পুত্রসম তোমা সবে আমি;–
জিজ্ঞাসহ ভূমন্ডলে,কোন বংশখ্যাতি
রক্ষোবংশখ্যাতি-সম? কিন্তু দেব নরে
পরাভবি, কীর্ত্তিবৃক্ষ রোপিনু জগতে
বৃথা; নিদারুণ বিধি,এতদিনে এবে
বামতম মম প্রতি; তেঁই শুকাইল
জলপূর্ণ আলবাল অকাল-নিদাঘে;
কিন্তু না বিলাপি আমি। কি ফল বিলাপে?
আর কি পাইব তারে? অশ্রুবারিধারা,
হায় রে দ্রবে কি কৃতান্তের হিয়া
কঠিন? সমরে এবে পশি বিনাশিব
অধর্মী সৌমিত্রি মূঢ়ে, কপট-সমরী;–
বৃথা যদি যত্ন আজি, আর না ফিরিব–
পদার্পণ আর নাহি করিব এ পুরে
এ জন্মে; প্রতিজ্ঞা মম এই, রক্ষোরথি;
দেবদৈত্যনরত্রাস তোমরা সমরে,
বিশ্বজয়ী; স্মরি তারে,চল রণস্থলে;–
মেঘনাদ হত রণে, এ বারতা শুনি।
কে চাহে বাঁচিতে আজি এ কর্ব্বুরকুলে,
কর্ব্বুরকুলের গর্ব মেঘনাদ বলী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *