“যুগল রত্ন টিকটিকি অফিস” উপন্যাসটি বিখ্যাত ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী দ্বারা রচিত। উপন্যাসটির শুরু নিম্নবর্ণিত :
আকাশ ছোঁয়া ফ্ল্যাটবাড়ি গজিয়ে ওঠার জন্য এখন তো আর শহরতলি বা নতুন পাড়া – টাড়ার দরকার হয় না। যেখানে সেখানে খানিকটা জমি জুটে গেলেই ব্যস। দুমদাম ফ্ল্যাটবাড়ি উঠে যাওয়া। এই তো ঢাকুরিয়া কালীবাড়ির কাছ বরাবর যেখানটায় এই সেদিনও খানিকটা খোঁদা খাঁদা মাঠমতো আর একটা পচা ডোবা ছিল, বলতে গেলে আচমকাই যেন সেখানে দিব্ব্যি খান চারেক পাঁচ -ছ তলা ফ্ল্যাটবাড়ি উঠে পড়ে আকাশপানে তাকাচ্ছে।
উপন্যাসের পরের অংশটি পড়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : যুগল রত্ন টিকটিকি অফিস (Jugol Rotno Tiktiki Office)
লেখিকা : আশাপূর্ণা দেবী (Ashapurna Devi)
জনার্স (Genres) : উপন্যাস (Novel)
মোট পাতা : 49
PDF Size : 2