খিদের জ্বালা প্রকট জ্বালা উদর মাঝে
কান্না আসে চক্ষু ভরে,
উপোসী রয়
খিদেয় মরে।
পথের পরে বাসা ওদের ভিক্ষা করে
দুটো পয়সা পাবার তরে,
চেঁচায় খালি
গানটি করে।
পথে মানুষ কেবল তাড়া ছুটছে জোরে
দেয় না সাড়া ওদের ডাকে,
দুধের শিশু
কেবল হাঁকে।
চেষ্টা করে কাজের খোঁজে পায় না সাড়া
দিন মজুরি কাজের মাঝে,
নন্দে কাটে
বেলার কাজে।
পয়সা পেলে সবাই মিলে খাবেই সাথে
পান্তা ভাতে লেবুর জলে,
আবেগ মেশে
মাখার তলে।