ভালোবাসা মেখে লজ্জাতে ঢেকে
হলুদ ছোঁয়া বেশে,
অধীর কামনা হৃদয়ে বাসনা
প্রেমিক আসে শেষে।
প্রেমিক প্রবর আনিলো খবর
বিয়ের কথা পাকা,
গোলাপ পরশ জাগায় হরষ
আংটি খানি রাখা।
সাত পাকে বাঁধা আধুনিক রাধা
আগুনে খই দেবে,
পুষ্পবৃষ্টি ও শুভদৃষ্টি
সিঁদুর শিরে নেবে।
মনে ছিল ভয় কি জানি কি হয়
ফাঁক ফোকরে দেখা,
গাছেরই তলে মনেরই বলে
স্বপ্ন ফাঁদে রেখা।
কল্পনাতেই জল্পনাতেই
ছবি আঁকাতে মন,
ভাবের মাঝেরে গোধূলি সাঁঝেরে
পাবে অরূপ ধন।
ফাল্গুন মাসে মধুমাস আসে
মালা বদল রাতে,
ভালোবাসা আজ হৃদি মাঝে রাজ
প্রেম সাগরে মাতে।