ভূমিকারা আসে যায় , সংলাপে –সাধু !
ফসলের বীজে আশা , জীবনের যাদু ।
শেকড়ের টান কমে মুকুলের টানে
স্মৃতিদের ছায়া ঘ্রাণ বাড়ে আয়ুযানে ।
মঞ্চের মায়া মেঘে বৃষ্টির নেশা
টেনে আনে মূক মুখে টগবগে হ্রেষা ।
ফিরে ফিরে আসা ভিন ভূমিকার সাজে
সাজঘরে ঘড়ি টিক্ সময়েই বাজে ।
মহড়ার মোড় ঘুরে ড্রপসিন ওঠে
দৃশ্যের দৃষ্টি একবারই ফোটে ।
ভুল হলে ক্ষমাহীন সৎ থিয়েটার
খুঁতের রি-টেক হোক , সেক্সপিয়ার ।