বরফের মতো ঢেকে আছো উষ্ণতা
তা তা থই তাপে ফোটাবো নোয়ানো নদী ,
নদীর আঁচলে পেতে দেবো বন্যতা
বন্য আগুনে ভরাবো সপ্তপদী ।
পদে পদ জুড়ে পরাবো পদ্যমালা
মালার ভিতরে যুবতী প্রেমের ফুল ,
ফুলের সাহসে পাবে ফাগুনের জ্বালা
জ্বালা ভেঙে দেবে ভীরু সংশয়ী ভুল ।
ভুল ঠিক কিছু থিতু নয় সংসারে
সংসারী স্রোতে ঢেউ জেনো তুমি একা ,
একার উড়ানে স্বপ্নের ডানা বাড়ে
বেড়ে বেড়ে এসো , হোক দিগন্তে দেখা ।