তোমার ও চোখ আমার চোখে
জ্যোৎস্না হয়ে ঝরে ,
ঘুম পেতেছি চোখের উপর
দৃষ্টি পাঠাও ধড়ে !
ধড়ের পায়ে পাহাড়ে যাই
পাহাড় খুলে নদী ,
নদীর পিঠে স্রোতের সিঁড়ি
হারাই , খোঁজো যদি ।
‘ যদি ‘ও অবাক , রোমের কূপে
রোম জড়িয়ে একী !
নীল সাগরে নৌকা হলে
তোমার নোঙর দেখি ।
নোঙরে পা দিলেই গরম
শরীর ঝড়ে আগুন ,
কেমন করে ছাড়বে অসুখ
না সরালে ফাগুন !
ফাগুন গন্ধে ভরিয়ে আছো
পাতাল নেশা তুমি ,
কাটাতে চাই , যেখানে যাই
তোমারই ঝুমঝুমি ।